O Mor Nodi Re O Mor Tista | ও মোর নদী রে ও মোর তিস্তা রে
Song: O Mor Nodi Re O Mor Tista
Singer : Nirmalendu Chowdhury
Languge: Bengali
নদী রে ও মোর তিস্তা রে ....
তোর যেমন থৈ থৈ
বেলা সেই মতন ।
মোর খিদের জ্বালা রে।
ও মোর তিস্তা রে
জ্বালায় জ্বালায় শরীর হয় মোর কালা রে।
নদী দিয়ে কতো নৌকা চলে
তাকাই থাকি নদীর জলে রে,,
ও মোর তিস্তা রে।
কন্তে রকলিশা থুয়া বসিরে ।
জলের ছলে আমি খাটি আসি ।
কোন বানাইয়া বজায় বাঁশি যে ।
ও মোর তিস্তা রে ।
কলঙ্কিনী বলে মোরে
সব লোকে ।
নদী রে।।।।।
বেলা সেই মতন ।
মোর খিদের জ্বালা রে।
ও মোর তিস্তা রে
জ্বালায় জ্বালায় শরীর হয় মোর কালা রে।
নদী দিয়ে কতো নৌকা চলে
তাকাই থাকি নদীর জলে রে,,
ও মোর তিস্তা রে।
কন্তে রকলিশা থুয়া বসিরে ।
জলের ছলে আমি খাটি আসি ।
কোন বানাইয়া বজায় বাঁশি যে ।
ও মোর তিস্তা রে ।
কলঙ্কিনী বলে মোরে
সব লোকে ।
নদী রে।।।।।
O Mor Nodi Re O Mor Tista Lyrics
Nadi re o more tista re
Tor jamon thoi thoi
Bela sei moton
More khider jala re
O more tista re
Jalai jalai sharir hoi more kala re
Nadi deya kato nouka chole
Takai thaki nadir jole
O more tista re
Konte roklisha thuiya bosire
Joler chole ami khati Ashi
Kon banaiya bajai bashi je
O more tista re
Kalankini bole more
Sob loke
Nadi re...