O Bangali Babu | ও বাঙালি বাবু
বাঙালি বাবু বাংলা বোঝো না
বাঙালি বাবু বাঙালি বাবু বাংলা বোঝো না ।
বাংলা তোমার মাতৃ ভাষা ,
বাংলা তোমার মাতৃ ভাষা
বাংলার মাটি ভুলো না,
ও....... ও......... হো।
বাঙালি বাবু বাংলা বোঝো না
বাংলা মায়ের কোলে জন্ম তুমি নিলে
সোনার মাটি গুলো গায়ে মেখে ছিলে।
বাংলার অন্ন জলে বড়ো হলে,
এক্ষণ ইংরেজিতে শিক্ষা নিলে
বিদেশ গেলে সাহেব হলে
বাঙালি আর রইলে না
বাংলা বোঝো না ।
মাটির কুরে ঘরে শান্তি তুমি পেতে ।
বাংলা বাউল গানে দুঃখ ভুলে যেতে ।
বলতে তুমি বাংলা মায়ের ছেলে ,
এক্ষণ অট্টালিকায় মেতে থাকো
ইংরেজি আর হিন্দি গানে ,
বাংলা গান শোননা
বাংলা বোঝো না ।
বাংলা পোশাক পরে আনন্দ যে পেতে
নানা উৎসবেতে পিঠে পুলি খেতে ,
বাঙালি যে ষোলো আনা ছিলে ।
এক্ষণ দামি পোশাক পরে
দেশে বিদেশে খাবার খেয়ে
বাঙালি আর ভেবোনা ।
বাংলা বোঝো না ।
বাঙালি বাবু বাংলা বোঝো না।
বাঙালি বাবু বাংলা বোঝো না ।
বাংলা বোঝো না।
বাংলা তোমার মাতৃ ভাষা ,
বাংলা তোমার মাতৃ ভাষা ,
বাংলার মাটি ভুলনা ,
হায় বাংলা বোঝো না ।
ও ...........হো.….. ও ......হো ,
বাঙালি বাবু বাংলা বোঝো না।
O Bangali Babu Lyrics
bangali babu bangali babu bangla bojho na.
bangla tomar matri vasa
bangla tomar matri vasa
banglar mati vulo na
o....o...ho.
bangali babu bangla bojho na.
bangla mayer kole janmo tumi nile
sonar mati gulo gaye mekhe chile
banglar anno jole baro hole
eakhon engrite hikha nile
bidesh gele saheb hole
bangali ar roile na
bangla bojho na
matir kure ghore santi tumi pete
bangla baul gane dukho vule jete
bolte tumi bangla mayer chele
eakhon attalikai mete thako
engraji ar hindi gane
bangla gan sono na
bangla bojho na
bangla poshak pore anundo je pete
nana uthobe pithe puli khete
bangali je sholoana chile
eakhon dami poshak pore
deshe bideshe khaber kheye
bangali ar vabona
bangla bojho na
bangali babu bangla bojho na
bangali babu bangla bojho na
bangla bojho na
bangla tomar matri vasa
bangla tomar matri vasa
banglar mati vulo na
hai bangla bojho na
o....o...ho.
bangali babu bangla bojho na.